Sunday, 9 March 2014

হযরত বড়পীর গাউসুল আযমের বানী


 
১. লোভাতুরের ন্যায় পানাহার অন্তরকে পাথর করিয়া দেয়; বাতিনকে বন্ধ করে এবং পবিত্রতাকে দুর করে দেয়; নিদ্রা ও অলসতা বাড়ায়; আশা-আকাঙ্খা ও লোভের রশ্মি ঢিলা করে দেয় 
 
(আল ফাতহুর রাব্বানী, পৃষ্টা-৪২)

২. আউলিয়া কেরাম রিয়াকার,মুনাফিক,দাজ্জাল এবং বিদআতীদের মুখের প্রতি দৃষ্টিপাত করিলেই চিনিতে পারে । ওলিদের মুখ মন্ডলের নুরের জ্যোতি দেখিয়া এরা এমন শংকিত হইয়ে পড়ে যেমন বাঘ দেখিলে হরিণ ভয় পায় ।

(আল ফাতহুর রাব্বানী, পৃষ্টা-২৯১)

No comments:

Post a Comment