Monday, 3 March 2014

মু'মিন ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবেনা

ණ:আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মু'মিন
না হওয়া পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ
করতে পারবেনা। আর তোমাদের পরস্পরের
মধ্যে ভালোবাসা সৃষ্টি না হওয়া পর্যন্ত
তোমরা মু'মিন হতে পারবেনা।
আমি কি তোমাদেরকে এমন বস্তুর কথা বলব না,
যা তোমাদের পরস্পরের
মধ্যে ভালোবাসা সৃষ্টি করবে ??? নিজেদের
মধ্যে সালামের ব্যাপক প্রচলন করো।

(সহীহ মুসলিম শরীফঃ- ১০২ । খণ্ডঃ- ০১ )

No comments:

Post a Comment