হযরত আবূ হুরায়রা রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহু হতে বর্ণিত; তিনি বলেন,
রাসুল্লাল্লাহু সাল্লাল্লাহু তা’আলা আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন,
“আল্লাহর একশত রহমত রয়েছে,
যা হতে একটি মাত্র রহমত জ্বিন, পশু ও কীট- পতঙ্গের মধ্যে নাযিল করেছেন। আর তার দ্বারা একে অন্যকে মায়া করে।
তা দিয়ে তারা একে অন্যকে দয়া করে এবং তা দিয়ে ইতর প্রানীরা তাদের সন্তানকে ভালবাসে।
বাকি নিরানব্বই টা আল্লাহ পরকালের জন্য রেখে দিয়েছেন, যা দিয়ে তিনি ক্বিয়ামতের দিন আপন বান্দাদের রহমত করবেন।”
[বোখারী ও মুসলিম শরীফ, মিশকাত শরীফ ৫ম খন্ড; হাদিস নং- ২২৪৮]
“আল্লাহর একশত রহমত রয়েছে,
যা হতে একটি মাত্র রহমত জ্বিন, পশু ও কীট- পতঙ্গের মধ্যে নাযিল করেছেন। আর তার দ্বারা একে অন্যকে মায়া করে।
তা দিয়ে তারা একে অন্যকে দয়া করে এবং তা দিয়ে ইতর প্রানীরা তাদের সন্তানকে ভালবাসে।
বাকি নিরানব্বই টা আল্লাহ পরকালের জন্য রেখে দিয়েছেন, যা দিয়ে তিনি ক্বিয়ামতের দিন আপন বান্দাদের রহমত করবেন।”
[বোখারী ও মুসলিম শরীফ, মিশকাত শরীফ ৫ম খন্ড; হাদিস নং- ২২৪৮]
No comments:
Post a Comment