হযরত আয়েশা রাঃ বলেন, রাসূলে পাক সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের
জুতা নিজেই মেরামত করতেন, কাপড় সেলাই করতেন এবং ঘরের কাজকর্ম করতেন যেমন
তোমাদের কেউ নিজের ঘরের কাজকর্ম করে থাকে । আয়েশা রাঃ এও বলেছেন, তিনি
অন্যদের মতো কাপড় চোপড় পরিষ্কার করতেন, নিজ বকরীর দুধ দহন করতেন এবং নিজের
কাজ নিজেই করতেন ।
[ তিরমীযী শরীফ ]
[ তিরমীযী শরীফ ]
No comments:
Post a Comment