Wednesday, 5 March 2014

রাসূলে পাক সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনন্দিন কাজ নিজেই করতেন

হযরত আয়েশা রাঃ বলেন, রাসূলে পাক সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জুতা নিজেই মেরামত করতেন, কাপড় সেলাই করতেন এবং ঘরের কাজকর্ম করতেন যেমন তোমাদের কেউ নিজের ঘরের কাজকর্ম করে থাকে । আয়েশা রাঃ এও বলেছেন, তিনি অন্যদের মতো কাপড় চোপড় পরিষ্কার করতেন, নিজ বকরীর দুধ দহন করতেন এবং নিজের কাজ নিজেই করতেন ।

[ তিরমীযী শরীফ ]

No comments:

Post a Comment