একদিন এক ইয়ুহুদি একজন
আল্লাহর অলীর নিকট এসে জিজ্ঞাসা
করলো যে,যখন আমরা ইবাদত করি
তখন আমাদের খেয়াল অন্যদিকে
যায় না এমনকি কোন ওয়াসওয়াসাও
আমাদের কাছে আসে না।
যেখানে কিনা আমি শুনেছি,আপনারা
যখন নামায আদায় করেন তখন
আপনাদের মাথায় অনেক খেয়াল আসে।
তার উত্তরে আল্লাহর ওলী জবাব দিল যে -
দুইটি ঘর একটা ঘর খালি আর অপরটা
"হীরা" দ্বারা পরিপূর্ণ।এখন তুমি বলো,
চোর কোন ঘরের মধ্যে আসবে?ইয়ুহুদি
বলল- যে ঘরে হীরা আছে সে ঘরে।
এবার আল্লাহর ওলী বললেন - কাফির
এবং মুসলমানের অন্তরের অবস্থা হলো
এরকমই-যার অন্তর শুরু থেকেই ঈমান নাই ,
সেখানে শয়তান কি নিতে আসবে?
আল্লাহর অলীর নিকট এসে জিজ্ঞাসা
করলো যে,যখন আমরা ইবাদত করি
তখন আমাদের খেয়াল অন্যদিকে
যায় না এমনকি কোন ওয়াসওয়াসাও
আমাদের কাছে আসে না।
যেখানে কিনা আমি শুনেছি,আপনারা
যখন নামায আদায় করেন তখন
আপনাদের মাথায় অনেক খেয়াল আসে।
তার উত্তরে আল্লাহর ওলী জবাব দিল যে -
দুইটি ঘর একটা ঘর খালি আর অপরটা
"হীরা" দ্বারা পরিপূর্ণ।এখন তুমি বলো,
চোর কোন ঘরের মধ্যে আসবে?ইয়ুহুদি
বলল- যে ঘরে হীরা আছে সে ঘরে।
এবার আল্লাহর ওলী বললেন - কাফির
এবং মুসলমানের অন্তরের অবস্থা হলো
এরকমই-যার অন্তর শুরু থেকেই ঈমান নাই ,
সেখানে শয়তান কি নিতে আসবে?
No comments:
Post a Comment