Saturday, 8 March 2014

আল্লাহ্‌র অলী গন হলেন সত্যের ধারক ও বাহক

মহান আউলিয়াকেরাম গন হলেন সত্যের ধারক বাহকআউলিয়াকেরাম গনের মাধ্যমে আমরা ইসলাম  পেয়েছি উনাদের দেখানো পথই আসল ইসলাম আউলিয়াকেরাম গনের ভালবাসার মাধ্যমে আল্লাহ আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম কে পাওয়া যাবে যারা আউলিয়াকেরাম গনের বিরধিতা করে তারা আসল ইসলাম থেকে বিচ্ছিন্ন কেননা আউলিয়াকেরাম গন হলেন আল্লাহর বন্ধু তাই মহান আল্লাহ পাক তার হাবিবের জবানিতে বলেনঃ
"عن انس (رض) وابى اهان لى وير وي من عادى لى و ليا فقد با رز نى با "لمحا ر بة

হযরত আনাস (রাঃ) হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত
"যে আমার অলিদের অবমাননা করে অথবা তাঁহার সহিত শত্রুতা করে,সে আমার সহিত যুদ্ধ করিতে প্র্স্তুত হইতেছে।"

No comments:

Post a Comment