Saturday, 1 March 2014

গীবত এর পরিণাম


হযরত আনাস (রাঃ) থেকে বর্ণিত:::
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

“যখন আমার প্রতিপালক প্রভু আমাকে মি’রাজে নিয়ে যান তখন এক সময় এমন এক শ্রেণীর লোকের নিকট দিয়ে যাচ্ছিলাম যাদের নখগুলো ছিলো পিতলের। এ নখ দিয়ে তারা নিজেদের চেহারা ও বুক খামচাচ্ছিল। আমি তাদের সম্পর্কে জিবরাঈল আমীনকে জিজ্ঞেস করলে তিনি বললেন, এরা সেই সব ব্যক্তি যারা দুনিয়াতে লোকের গোশত খেত (গীবত করত) এবং তাদের ইযযত নিয়ে ছিনিমিনি খেলতো॥”

–(আবু দাউদ, রাহে আমল- ২২২)–

No comments:

Post a Comment