রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর হাজত মুবারক
রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম যখন হাজত পূর্ণ করার ইচ্ছা করতেন তখন জমীনে কৌতুহল সৃষ্টি হতো । জমীন তাঁর প্রশ্রাব মুবারক পায়খানা মুবারক খেয়ে ফেলত এমনি ঐ জায়গা থেকে এমন এক খুশবো বের হতো যা চতুর্দিকে ছড়িয়ে পড়তো ।
{সূত্রঃ মাদরেজুন নবুয়ত ফার্সী, ১মখন্ড-২৫পৃঃ, শেফা কাজী আয়াজ, ১ম খন্ড-৬৩পৃঃ}
No comments:
Post a Comment