Sunday, 2 March 2014

আ'লা হযরতের অসাধারণ একটি বাণী

এক হযরত ইউসুফ (আঃ) সৌন্দয্য, যা দেখে মিশরের রমণীরা তাদের আঙ্গুলকেঁটে ফেলেছিল ।
ইয়া রাসুল্লাল্লহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি নবীর নুরানী সৌন্দয্য,যা দেখে লোকেরা তাদের শির (মাথা) কেঁটে ফেলতেও দিদ্বাবোধ করেনি !!”
- - - - - - - আলা হযরত (রহ.)


অর্থাৎঃ ইউসুফ (আঃ) এর সৌন্দর্য দেখে মিশরের রমনীরা শুধু হাতের আঙ্গুল কেঁটে ফেলছে এতে আশ্চার্য হওয়ার কিছু নেই, সবচেয়ে আশ্চার্যর বিষয় হচ্ছে আমার নবীর সৌন্দর্য দেখে আরবের লোকেরা মাথা কেঁটে ফেলতো।

সুবহানাল্লাহ !

1 comment:

  1. আল্লাহু আকবার, ইয়া রাসূল আল্লাহ।

    ReplyDelete