Monday, 3 March 2014

জান্নাত হারাম

হযরত হাসান বসরী (রঃ) থেকে বর্নিত। তিনি বলেন, আমরা মাকিল ইবন ইয়াসার (রাঃ) এর কাছে তার শুশ্রুষায় আসলাম। এ সময় উবায়দুল্লাহ প্রবেশ করলো। তখন মাকিল (রাঃ) বললেন, আমি তোমাকে এমন একটি হাদীস বর্ননা করে শোনাব, যা আমি রাসূলূল্লাহ (সাঃ) থেকে শুনেছি। তিনি বলেন, যদি কোন দায়িত্বশীল ব্যক্তি মুসলিম জনগনের দায়িত্ব লাভ করল এবং তার মৃত্যু হল এ অবস্থায় যে, সে ছিল খিয়ানতকারী, তাহলে মহান আল্লাহ্ তা’আলা তার জন্য জান্নাত হারাম করে দিবেন।

[আহকাম অধ্যায় :: সহিহ বুখারী :: খন্ড ৯ :: অধ্যায় ৮৯ :: হাদিস ২৬৫]
জান্নাত হারাম করে দিবেন।

No comments:

Post a Comment