১) হযরত আয়িশা ছিদ্দীক্বা রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহা থেকে বর্ণিত তিনি
বলেন, একবার হুযুর পাক সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম কে রাতে আমার সাথে
বিছানায় না পেয়ে বাইরে তালাশ করতে বের হয়ে ওনাকে জান্নাতুল বাক্বীতে
পেলাম। তিনি বললেনঃ তুমি কি মনে করেছো আল্লাহ ও তাঁর রসূল তোমার সাথে
আমানতের খিয়ানত করেছেন? আমি বললামঃ ইয়া রসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া
সাল্লাম! আমি ধারনা করেছিলাম যে, আপনি হয়তো
আপনার অন্য কোন আহলিয়ার হুজরা শরীফে তাশরীফ নিয়েছেন। অতঃপর হুযুর পাক
ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, নিশ্চয়ই আল্লাহ পাক শা'বানের ১৫
তারিখ রাতে পৃথিবীর আকাশে অবতরণ করেন। অতঃপর তিনি বণী কালবের মেষের গায়ে যত
পশম রয়েছে তার চেয়ে বেশী সংখ্যক বান্দাকে ক্ষমা করে থাকেন।
১। তিরমিযী শরীফঃ ৭৩৯, ২। নাসায়ীঃ জানাজা অধ্যায়; ২০৩৭, ৩। ইবনে মাজাহঃ ১৩৮৯, ৪। মুসনাদে আহমদঃ ২৫৪৮৭, ৫। সুনানে বাইহাকীঃ ১/১২৭, ৬। মুস্তাদরাকে হাকেমঃ ১/২৮৮, ৭। শুয়াবুল ঈমানঃ ৩৮২৬।
১। তিরমিযী শরীফঃ ৭৩৯, ২। নাসায়ীঃ জানাজা অধ্যায়; ২০৩৭, ৩। ইবনে মাজাহঃ ১৩৮৯, ৪। মুসনাদে আহমদঃ ২৫৪৮৭, ৫। সুনানে বাইহাকীঃ ১/১২৭, ৬। মুস্তাদরাকে হাকেমঃ ১/২৮৮, ৭। শুয়াবুল ঈমানঃ ৩৮২৬।
২) হযরত আবু মুসা আশয়ারী রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বর্ননা করেন, আল্লাহ
পাকের হাবীব হুযুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, নিশ্চয়ই
আল্লাহ পাক শা'বান মাসের ১৫ তারিখ রাত্রিতে ঘোষনা করেন যে, ওনার সমস্ত
মাখলুকাতকে ক্ষমা করে দিবেন। শুধু মুশরিক ও হিংসা-বিদ্বেষকারী ব্যতীত।
১। ইবনে মাজাহঃ ১৩৯০, ২। নাসায়ীঃ জানাজা অধ্যায়।
৩) হযরত আলী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বর্ননা করেন, হুযুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, যখন অর্ধ শা'বানের রাত অর্থাৎ শবে বরাত উপস্থিত হবে তখন তোমরা উক্ত রাতে সজাগ থেকে ইবাদত-বন্দেগী করবে এবং দিনের বেলায় রোযা রাখবে। নিশ্চয়ই আল্লাহ পাক উক্ত রাতে সূর্যাস্তের সময় পৃথিবীর আকাশে অবতরণ করেন (রহমতে খাছ বান্দাহর নিকটবর্তী করেন)। অতঃপর ঘোষাণা করতে থাকেন, কোন ক্ষমা প্রার্থনাকারী আছো কি? আমি ক্ষমা করে দিব। কোন রিযিক প্রার্থনাকারী আছো কি? আমি তাকে রিযিক দান করব। কোন মুছিবগ্রস্ত ব্যক্তি আছো কি? আমি তার মুছিবত দূর করে দিব। এভাবে সুবহে ছাদিক তথা ফজর পর্যন্ত ঘোষাণা করতে থাকেন।
ইবনে মাজাহঃ ১৩৮৮
১। ইবনে মাজাহঃ ১৩৯০, ২। নাসায়ীঃ জানাজা অধ্যায়।
৩) হযরত আলী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বর্ননা করেন, হুযুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, যখন অর্ধ শা'বানের রাত অর্থাৎ শবে বরাত উপস্থিত হবে তখন তোমরা উক্ত রাতে সজাগ থেকে ইবাদত-বন্দেগী করবে এবং দিনের বেলায় রোযা রাখবে। নিশ্চয়ই আল্লাহ পাক উক্ত রাতে সূর্যাস্তের সময় পৃথিবীর আকাশে অবতরণ করেন (রহমতে খাছ বান্দাহর নিকটবর্তী করেন)। অতঃপর ঘোষাণা করতে থাকেন, কোন ক্ষমা প্রার্থনাকারী আছো কি? আমি ক্ষমা করে দিব। কোন রিযিক প্রার্থনাকারী আছো কি? আমি তাকে রিযিক দান করব। কোন মুছিবগ্রস্ত ব্যক্তি আছো কি? আমি তার মুছিবত দূর করে দিব। এভাবে সুবহে ছাদিক তথা ফজর পর্যন্ত ঘোষাণা করতে থাকেন।
ইবনে মাজাহঃ ১৩৮৮
No comments:
Post a Comment