Thursday, 30 January 2014

নবীজীর থুথু মোবারক

হযরত উরওয়া বিন মাসউদ (রাঃ) হতে বর্নিত,তিনি বলেন-"যখনই প্রিয় নবী (সঃ) থুথু মোবারক ফেলতেন,সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ না কেউ তা হাতের মধ্যে নিয়ে নিতেন এবং থুথু মোবারক মুখে ও শরীরে মালিশ করে নিতেন।" ( বোখারী, ১ম খন্ড, অযু অধ্যায়, ১৬৮ )

No comments:

Post a Comment